Home / আন্তর্জাতিক / প্রবাস / ধরা পড়ল ৩ কেজি ওজনের ইলিশ!
Hilsha

ধরা পড়ল ৩ কেজি ওজনের ইলিশ!

যেখানে এক থেকে দেড় কেজি ওজনের পেলেই বড় ইলিশ কেনা হয়েছে বলে সুখের সাগরে ভাসেন ভোজন রসিকরা।

আর সেখানে জেলেদের জালে ধরা পড়ল প্রায় ৩ কেজি ওজনের ইলিশ। এতো বড় ইলিশ বাজারে তুলতেই ক্রেতাদের ভিড় জমে যায়। শুধু কিনতেই নয় দেখতেও ভিড় করেন অনেকে। সেই ইলিশের সঙ্গে সেলফি তোলার ধুম পড়ে । পোস্ট হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। (খবর আজকাল অনলাইন)

১৬ ডিসেম্বর তিন কেজি ওজনের ইলিশ দেখা গেছে ভারতের উড়িষ্যার মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে।

প্রমাণাকার নামের এক জেলের জালে ধরা পড়ে মাছটি। তিনি দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে নিয়ে আসেন মাছটিকে। নিয়ে যান অজিত হাজরার আড়তে। এরপরই দিঘা বাজারে হইচই পড়ে যায়। এতো বড় মাছ কদাচিৎ দেখা মেলে সেখানে।

এরপর ক্রেতা এবং বিক্রেতার মধ্যে শুরু হয় হুড়োহুড়ি আর দর কষাকষি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, শেষ পর্যন্ত ১০ হাজার টাকায় মাছটিকে নিজের করে নেন কলকাতার এসডিআর নামে একটি কোম্পানি।

আড়ৎকর্মী সুদীপ হাজরা বলেন, গত দু’বছরের মধ্যে দিঘা মোহনায় এটিই সবচেয়ে বড় আকৃতির ইলিশ। এর আগে দুই বছর আগে একই সাইজের ইলিশ পাওয়া গিয়েছিল। তবে এতো বড় আকারের ইলিশ মাছের তেমন দেখা মেলে না। তাই সেলফি তোলার ধুম পড়ে।