Home / চাঁদপুর / ভুয়া এএসপি পরিচয়দানকারী চাঁদপুরের ফরহাদ রাসেল আবারো আটক
rasel-farhad

ভুয়া এএসপি পরিচয়দানকারী চাঁদপুরের ফরহাদ রাসেল আবারো আটক

ভুয়া সিনিয়র এএসপি পরিচয়ে ২০১৮ সালে আটক হওয়া চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের সেই ইয়াছিন ফরহাদ রাসেলকে প্রতারণার অভিযোগে আবারো আটক করা হয়েছে।

১৬ ডিসেম্বর সোমবার সকালে আশিকাটি ইউনিয়নের দক্ষিণ রালদিয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে চাঁদপুর মডেল থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসেন। রাসেল ওই গ্রামের মোখলেছুর রহমান মোল্লার ছেলে।

খোঁজ নিয়ে জানাগেছে, অভিযোগের ভিত্তিতে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ আটক করেন। তিনি বলেন, যার সাথে রাসেলের টাকার-লেনদেন রয়েছে এবং অভিযোগ করেছেন তার সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে। তবে তার বিরুদ্ধে কোন মামলা হয়নি। অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকার সিটি এসবির সিনিয়র এএসপি পরিচয় দিয়ে একাধি স্থানে প্রতারণার অভিযোগে ইয়াসিন ফরহাদ রাসেল আটক করা হয়েছিলো। বর্তমানে সে জামিনে বেরিয়ে এসে পুনরায় প্রতারণা শুরু করেছে। প্রতারণার অর্থে নিজ বাড়িতে আলিশান ভবনও তৈরী করেছেন।

স্টাফ করেসপন্ডেন্ট, ১৭ ডিসেম্বর ২০১৯