দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে শনিবার ১০ এপ্রিল পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৫৬ লাখ ৩ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ৭৪ হাজার ৮৮০ জন,নারী ২১ লাখ ২৮ হাজার ৫৭০ জন। তাদের মধ্যে ৯৪৩ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
শনিবার ১০ এপ্রিল সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১৯ হাজার ৯৪৩ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬০ হাজার ৯৩৯ জন। এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১৮ হাজার ২৬ জন। এর মধ্যে শনিবার নিয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৭০৩ জন।
শনিবার ১০ এপ্রিল স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।স্বাস্থ্য অধিদফতর জানায়,বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৭০ লাখ ১৮ হাজার ১৫০ জন।
দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।
বার্তা কক্ষ , ১১ এপ্রিল ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur