চাঁদপুরের কচুয়ায় ছাত্রলীগ নেতা সজীব পাটওয়ারীর অকাল মৃত্যুতে তার স্মরনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ আগস্ট শুক্রবার ছাত্রলীগ নেতা মিঞা মো. সোহেলের আয়োজনে মাঝিগাছা মিঞাবাড়ী জামে মসজিদে স্মরনসভা, দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
এসময় জাপান আওয়ামী লীগ নেতা সাগর মাহমুদ,বিতারা ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মিঞা মো. নিজাম,যুগ্ন আহ্বায়ক ইমরান প্রধান,যুবলীগ নেতা আরেফিন,আজিজুল সর্দার,ছাত্রলীগ নেতা রিয়াদ সহ মুসল্লীগন উপস্থিত ছিলেন।
পরে ছাত্রলীগ নেতা সজীব পাটওয়ারীর জান্নাতময় জীবন কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
একই দিনে সদ্য প্রয়াত ছাত্রলীগ নেতা সজীব পাটওয়ারীর স্মরণে সাচারে ছাত্রলীগ নেতাকর্মী ও শোভা কাঙ্খীদের আয়োজনে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৩ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur