Home / জাতীয় / অর্থনীতি / দেশ থেকে আখ চাষ বন্ধ করে দেওয়ার হবে : অর্থমন্ত্রী
ikhu
ফাইল ছবি

দেশ থেকে আখ চাষ বন্ধ করে দেওয়ার হবে : অর্থমন্ত্রী

দেশে আখ চাষ বন্ধ করে দেওয়ার পক্ষে অর্থমন্ত্রী আবুল মাল মুহিত । রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট সম্মেলন কক্ষে ‘জাতীয় বাজেট ২০১৬-১৭ পরবর্তী পর্য়ালোচনা: প্রেক্ষিত বাংলাদেশ’ শিরোনামে  আলোচনা সভা হয়। সেই সভায় এই মন্তব্য করেন মুহিত ।

তিনি বলেন, “আমি আখ চাষকে নিরুৎসাহিত করছি। দেশ থেকে ধীরে ধীরে আখ চাষ উঠিয়ে দেওয়া হবে।”

এই অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, আখ চাষে সময় লাগে প্রায় নয় মাস এবং এ সময় কারখানাগুলো বন্ধ থাকে।

“চিনি কলগুলোর কারণে দেশের কয়েকশ কোটি টাকার ক্ষতি হচ্ছে। এছাড়া অনেক জমিও নষ্ট হচ্ছে।”

চিনি কলগুলোকে ভর্তুকি দিয়ে আসছে সরকার।(সময়ের কণ্ঠস্বর)

নিউজ ডেস্ক : আপডেট ৮:২০ পিএম, ১২ জুন ২০১৬,রোববার

এইউ

Leave a Reply