Home / চাঁদপুর / ‘দেশ আজ সকল ক্ষেত্রে উন্নয়নের ধারায় এগিয়ে চলছে’
‘দেশ আজ সকল ক্ষেত্রে উন্নয়নের ধারায় এগিয়ে চলছে’

‘দেশ আজ সকল ক্ষেত্রে উন্নয়নের ধারায় এগিয়ে চলছে’

নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভায় চাঁদপুরের পৌর মেয়র

তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতি করণ প্রকল্প-৩ (ইজিআইআইপি-৩) এর আওতায় নগর সমন্নয় কমিটি (টিএলসিসি) সভা সোমবার দুপুরে চাঁদপুর পৌর পাঠাগারে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় এক অনন্য ভূমিকা রেখেছে। এই সরকার ক্ষুধা, দারিদ্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা ও কর্মসংস্থানসহ সকল কার্যক্রমে ব্যবস্থা গ্রহণ করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়িত করতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। দেশ আজ সকল ক্ষেত্রে উন্নয়নের ধারায় এগিয়ে চলছে।

পৌর কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদারের পরিচালনায় বক্তব্য রাখেন স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, পৌর সচিব আবুল কালাম ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা আবদুর রশিদ সরকার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, রাজনীতিবিদ মোস্তাক আহমেদ চৌধুরী, কাউন্সিলর শাহজাহান চোকদার, আব্দুর সাত্তার হোসেন বাচ্চু পাটওয়ারী প্রমুখ।

] সামছুল আলম [/author]

||আপডেট: ০৪:১৩  অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০১৬, সোমবার

চাঁদপুর টাইমস /এমআরআর

Leave a Reply