Home / জাতীয় / দেশে ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা

দেশে ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা

আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। শ্রীমঙ্গল ও নওগাঁ অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ রোববার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে এবং আগামীকাল সোমবার ঢাকায় সূর্যোদয় সকাল ৬টা ৪৩ মিনিটে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। পূর্বাংশের লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

নিউজ ডেস্ক ।।আপডেট : ৯:১৪ পিএম, ১৭ জানুয়ারি ২০১৫, রোববার
ডিএইচ