Home / সারাদেশ / দেশে ঝুঁকিপূর্ণ পেশায় যুক্ত ১০ লাখ ৬৮ হাজার শিশু
Child---lobour-..

দেশে ঝুঁকিপূর্ণ পেশায় যুক্ত ১০ লাখ ৬৮ হাজার শিশু

বাংলাদেশে বর্তমানে বিভিন্ন ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত ১০ লাখ ৬৮ হাজার শিশু। এর মধ্যে ৬ লাখ ৫২ হাজার কাজ করছে বিভিন্ন শিল্প-কারখানায়। সেবামূলক কাজে যুক্ত আছে ৩ লাখ ৭৯ হাজার শিশু। এছাড়া কৃষি খাতে নিয়োজিত আছে ৩৫ হাজার।

গতকাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত জাতীয় শিশুশ্রম জরিপ ২০২২-এ এসব তথ্য উঠে এসেছে।

জরিপে দেখা গেছে, দেশে মোট শিশু শ্রমিকের ২ দশমিক ৭ শতাংশ ঝুঁকিপূর্ণ পেশায় জড়িত। এর মধ্যে ৪ দশমিক ৩ শতাংশ ছেলে এবং শূন্য দশমিক ৯ শতাংশ মেয়ে। ২০১৩ সালে ঝুঁকিপূর্ণ পেশায় যুক্ত ছিল ১২ লাখ ৮০ হাজার শিশু।

বিবিএসের তথ্যমতে, ২০১৩ সালে ঝুঁকিহীন পেশায় যুক্ত ছিল ৪ লাখ ১৮ হাজার শিশু। তবে ২০২২ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজারে। অর্থাৎ এক দশকে বৃদ্ধির হার ৬৯ শতাংশ। দেশে এখন মোট শিশু শ্রমিক রয়েছে ১৭ লাখ ৮০ হাজার, যা ২০১৩ সালে ছিল ১৭ লাখ। অর্থাৎ এক দশকে শিশু শ্রমিক বেড়েছে ৮০ হাজার।

২০ জুলাই ২০২৩
এজি