Home / শীর্ষ সংবাদ / দেশে কোটিপতির সংখ্যা লাখেরও বেশি
taka Note
প্রতীকী

দেশে কোটিপতির সংখ্যা লাখেরও বেশি

বাংলাদেশে এখন কোটিপতির সংখ্যা একলাখের বেশি। গত পাঁচ বছরে কোটিপতির সংখ্যা বেড়েছে প্রায় ৩৬ হাজার।

বাংলাদেশের জাতীয় সংসদে এই তথ্য জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থমন্ত্রী জানান, ব্যাংকগুলোতে জমা থাকা এবং আগাম অর্থের হিসাবে দেশে কোটিপতির সংখ্যা ১ লাখ ১৪ হাজার ২৬৫জন।
এই হিসাব ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ব্যাংকে জমা থাকা টাকার হিসাবে।

তবে ব্যক্তি পর্যায়ে করদাতা মাত্র ১৭ লাখ ৫১ হাজার ৫০৩ জন বলে জানান বাংলাদেশের অর্থমন্ত্রী।

সোমবার পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে মি. মুহিত জানান, গত পাঁচবছরে বাংলাদেশে কোটিপতির সংখ্যা বেড়েছে।

২০১১ সালে বাংলাদেশে কোটিপতির সংখ্যা ছিল ৭৮ হাজার ১৫০জন। ২০১২ সালে ছিল ৯০ হাজার ৬৫৫জন, ২০১৩ সালে ছিলেন ৯৮ হাজার ৫৯১জন, ২০১৪ সালে ছিলেন ১ লাখ ৮ হাজার ৯৭৪জন। (বিবিসি)

নিউজ ডেস্ক  : আপডেট ১১:৫৫ এএম, ২৬ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার

ডিএইচ