Home / সারাদেশ / দেশের ১১ জেলায় বন্যার অবনতি
Water in school-2
প্রতীকী ছবি

দেশের ১১ জেলায় বন্যার অবনতি

দেশের ১০ নদ-নদীর ১৫ টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। এতে ১১ জেলায় বন্যা পরিস্থিতি আগের চেয়ে অবনতি হয়েছে। এছাড়াও পানিবন্দি হয়ে পড়েছে বহু মানুষ।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে, নদ-নদীর পানি বৃদ্ধির কারণে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতির দিকে। পানি উন্নয়ন বোর্ড বলছে, এরমধ্যে অব্যাহত বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ওপরে বইছে।

এরই মধ্যে খুলে দেয়া হয়েছে তিস্তা ব্যারেজের সবকটি গেট। ভারতের চেরাপুঞ্জিতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জে নদী ও হাওরে পানি অস্বাভাবিকহারে বাড়ছে।

এরই মধ্যে ১১ উপজেলায় পানিবন্দি হয়ে পড়েছে বহু মানুষ। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে।

বার্তা কক্ষ ,১৩ জুলাই ২০২০