বাংলাদেশের তিনটি বেসরকারি ব্যাংকের ডেটা চুরি করেছে তুরস্কের একটি হ্যাকার দল। নেপালের দুটি ব্যাংকের ডেটাও চুরি করেছে তারা। চুরি করা এসব ডেটার সবই অনলাইনে প্রকাশ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
মার্কিন সাইবার নিরাপত্তাবিষয়ক ওয়েবসাইট ‘ডেটাব্রিচটুডে’ এ খবর জানিয়েছে। তাতে বলা হয়, বজকার্টলার নামের তুরস্কের ওই হ্যাকার দল এর আগে কাতার ন্যাশনাল ব্যাংক ও সংযুক্ত আরব আমিরাতের ইনভেস্ট ব্যাংকের তথ্য ফাঁস করে দিয়েছিল। এবারে দক্ষিণ এশিয়ার পাঁচটি ব্যাংকের তথ্য ফাঁস করেছে তারা।
বাংলাদেশের তিনটি বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক, সিটি ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক। আর নেপালের ব্যাংক দুটি হলো বিজনেস ইউনিভার্সাল ডেভেলপমেন্ট ব্যাংক ও সানিমা ব্যাংক।
এসব ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট ডেটা রয়েছে এমন ফাইল আর্কাইভের লিংক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ওই অ্যাকাউন্টটি ‘গ্রে উলফ’ বা ‘ধূসর নেকড়ে’ হিসেবে পরিচিত বজকার্টলার হ্যাকার দল নিয়ন্ত্রণ করে থাকে। এশিয়ার আরও ব্যাংকের ডেটা প্রকাশ করে দেওয়া হবে বলে হুমকিও দিয়ে রেখেছে হ্যাকার দলটি।
শুক্রবার ছুটির দিন থাকায় এ বিষয়ে বাংলাদেশের ব্যাংকগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নিউজ ডেস্ক : আপডেট ৫:১৯ পিএম, ০৫ মে ২০১৬, বৃহস্পতিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur