‘অন্ধকার জীবন থেকে আলোর জীবনে ফিরে আসার প্রত্যাশায়’ এ শ্লোগানে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে মঙ্গলবার (২৩ মে) বিকেলে মাদক, জঙ্গীবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধকল্পে গণ-সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়নের বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমী প্রাঙ্গনে ইউপির আয়োজেন ও মৈশাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম।
ওই সমাবেশে প্রধান অতিথির উপস্থিতিতে ১৮ জন মাদকসেবী মাদক গ্রহণ না করার শপথ নেন।
তাদের শপথ শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকে এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সবার উপস্থিতিতে মাদকের অন্ধকার জগত থেকে যে ১৮ ব্যাক্তি ফিরে আসার অঙ্গিকার করেছে আমি তাদের স্বাগত জানাচ্ছি। আমাদের দায়িত্ব হলো তাদেরকে আলোর পথে রাখার বিষয়ে সহযোগিতা করা।
মৈশাদী ইউনিয়ন পরিষেদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক পাটওয়ারীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য নূরুল ইসলাম পাটওয়ারী।
কমিউনিটি পুলিশিং এর সিপিআই মো. হারুনুর রশীদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশ্রাফুজ্জামান, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উল্যাহ অলি, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সদর উপজেলা কমিউনটি পুলিশিং এর সভাপতি মোহান্নদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, মৈশাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি মীর্জা জাকির।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, মৈশাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ মোহ, হামানকর্দ্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিন্দু রানী, ইউনিয়নের ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোশারফ হোসেন, মৈশাদী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী প্রমুখ।
প্রতিবেদক- আশিক বিন রহিম
আপডেট, বাংলাদেশ সময় ৮ : ১০ পিএম, ২৩ মে ২০১৭, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur