Home / আবহাওয়া / দেশের ক’টি অঞ্চলের তাপতমাত্রা কমতে পারে
Weather

দেশের ক’টি অঞ্চলের তাপতমাত্রা কমতে পারে

সীতাকুন্ড ও রাঙ্গামাটি অঞ্চলসমূহের উপর দিয়ে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ঢাকা,টাঙ্গাইল,সন্দীপ,ফেনী, রাজশাহী,পাবনা, খুলনা ও কুষ্টিয়া অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।

আজ সোমবার ৫ এপ্রিল সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ খবর জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা,বরিশাল,চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুন্ড ও রাঙ্গামাটিতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা তেতুলিয়ায় ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত নিম্মচাপটি দূর্বল হয়ে পড়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৫ মিনিটে।

আবহাওয়া ডেস্ক , ৫ এপ্রির ২০২১