স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে দেশেই করোনা ভ্যাকসিন উৎপাদনের অনুমতি দিবে রাশিয়া। ৩১ আগস্ট বৃহস্পতিবার সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, রাশিয়া জি টু জি পদ্ধতিতে ভ্যাকসিন দিতেও আগ্রহী। এছাড়া করোনা পরীক্ষায় দুইটি পিসিআর মেশিনসহ অ্যান্টিজেন টেস্টের জন্য বাংলাদেশকে কিট দেবে দক্ষিণ কোরিয়া সরকার।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চীন ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো দেশ বা প্রতিষ্ঠান বাংলাদেশে ভ্যাকসিনের ট্রায়ালের আবেদন করেনি। এ ছাড়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত (কোভিড-১৯) ভ্যাকসিন পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছি। ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকোর চুক্তি হয়েছে। সরকারিভাবেও ওদের ভ্যাকসিন আনার চেষ্টা করা হচ্ছে।
ঢাকা ব্যুরো চীফ, ৩১ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur