চাঁদপুর সদরের ফরক্কাবাদ কুমুড়া গ্রামের গাজী বাড়িতে বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সুদে নেয়া ঋণের টাকা পরিশোধ করতে না পেরে লিটন হোসেন গাজী (৩৮) নামে দু,সন্তানের জনক বিষপানে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
নিহত লিটন গাজী ওই বাড়ির মো. ইসমাইল হোসেন গাজীর ছেলে।
নিহতের বোন নাছিমা বেগম চাঁদপুর টাইমসকে জানান, তার ভাই লিটনকে এলাকার বিভিন্ন জনের কাছে সুদে ধার হিসেবে পৃথক ভাবে ৫০ হাজার এবং ৭০ হাজার টাকা ঋণ নিয়ে দেন। কিন্তু দীর্ঘদিন পার হয়ে গেলেও লিটন সে ঋণের টাকা পরিশোধ করতে পারে না। বুধবার সকালে তার ভাই তাকে মোবাইল করে বলেন তাদের অন্য এক বোনের বাড়িতে বেড়াতে যাবে। তিনি তার ফোন পেয়ে ওই বোনের বাড়িতে ছুটে যান । সেখান থেকে তারা দু,বোন এবং ভাই লিটনসহ যে বোনের বাড়িতে যাওয়ার কথা সে বোনের বাড়িতে যান।
সেখানে তারা সবাই একত্রিত হয়ে পারিবারিক বিষয় এবং লিটনের ঋণের টাকার বিষয়ে কথা বলার এক ফাঁকে দেখেন লিটন সবার চোখের আড়াল হয়ে কীটনাশক জাতীয় বিষপান করেন।
তারা লিটনকে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ চতুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখান থেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক ডা. নুরে আলম তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেদক : কবির হোসেন মিজি
: : আপডেট, বাংলাদেশ ০৬: ৩৮ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০১৭ বুধবার
এজি / এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur