জহিরুল ইসলাম জয় | আপডেট: ০৯:৩৮ অপরাহ্ণ, ১২ সেপ্টেম্বর ২০১৫, শনিবার
হাজীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মান্নান খান বাচ্চু বলেছেন, “গত কয়েক বছরে দেশের প্রায় অর্ধশত মেয়র দুর্নীতির দায়ে জেল খেটেছেন এবং বহিস্কারও হয়েছেন। আমার টানা ১১ বছরের মেয়র পদে থেকে কখনো এক টাকার দুর্নীতি করিনি। যে কারণে জেলও খাটতে হয়নি। যদি দুর্নীতি করতাম তাহলে ১৫ কোটি টাকার মালিক হতাম।”
আসন্ন পৌরসভা নির্বাচনে আবারোও মেয়র প্রার্থী হিসেবে শনিবার পৌর ১১ নং ওয়ার্ডে গণসংযোগের পর আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি সকলের কাছে দোয়া চেয়ে আসন্ন পৌর নির্বাচনে অতীতের ন্যায় ভবিষ্যতে পৌরবাসীর সেবায় কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে তিনি ৩ নং ও ১১ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
গত ক’দিনে তার নির্বাচনী গণসংযোগে দল-মত নির্বিশেষে সকল পৌর নাগরিকের সাড়া পাচ্ছেন বলে জানান।
ব্যবসায়ী মো. জুলহাস মিয়ার সভাপতিত্বে ও বিএনপি নেতা মো. হারুন অর রশিদের সঞ্চালনায় মতবিনিময়সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা সালাউদ্দিন ফারুক মামুন, ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, ব্যবসায়ী রুহুল আমিন মাস্টার, ১১ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম মিয়া।
এ সময় বিএনপি নেতা মো. বিল্লাল হোসেন, মানিক হোসেন, ১১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহআলম, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন লারা, সাবেক ছাত্র নেতা মো. এমরান হোসেন, ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক আবু ইউসুফ, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, রকি, যুবনেতা আব্দুল হান্নান, তাফাজ্জল হোসেন তফু, খোরশেদ আলম, মজিবুর রহমান, জাহাঙ্গীর আলম, সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur