মেঘনার শাখা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে ১১ বছর বয়সী এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। পাশাপাশি এ দুর্ঘটনায় দুই স্পিডবোটের চালকসহ আরো ৩ জন আহত হয়েছেন। ৩১ আগস্ট সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত সোয়া ৮টার দিকে বরিশালের পুরাতন হিজলা ও একতা বাজারের মাঝামাঝি মেঘনার শাখা নদীতে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা।
মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার সাংবাদিকদের জানান, নিহত শিশুটির নাম রাজিয়া। সে ওই ইউনিয়নের ভারইয়া গ্রামের বেল্লাল রাঢ়ির মেয়ে।
মামা বাড়ি থেকে ফেরার পথে রাত সোয়া ৮টার দিকে মেঘনা মোহনায় বিপরীত দিক থেকে আসা আরেকটি স্পিডবোটের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। স্পিডবোটে চালকসহ ৬ জন ছিল বলে জানা গেছে।
হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, সংঘর্ষে স্পিডবোটের বডি ভেঙ্গে রাজিয়ার পেটে ঢুকে ক্ষতবিক্ষত হলে সে ঘটনাস্থলেই মারা যায়। তবে শিশুর মামা আব্দুল্লাহ অক্ষত আছে। দুই স্পিডবোটের চালক টিপু ও ইউসুফসহ আহত ৩ জনকে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বার্তা কক্ষ, ১ সেপ্টেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur