কুমিল্লার মুরাদনগরে দুই শিশু হত্যা মামলায় আসামী ইয়াসমিনকে মৃত্যুদণ্ড এবং মাজেদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ৩১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ আদেশ দেন।
মামলার বিবরনে জানা যায়, ২০১৪ সালের ২১ এপ্রিল দুপুরে পারিবারিক বিরোধের জেরে কুমিল্লার মুরাদনগরের লাজুর এলাকায় ইয়াছিন আরাফাত ও মোঃ জসিম নামে দুই শিশুকে হত্যা করে ওই গ্রামের বাবুল মিয়ার স্ত্রী ইয়াসমিন আক্তার ও সেলিম মিয়ার স্ত্রী মাজেদা বেগম। এ ঘটনায় নিহত ইয়াছিন আরাফাতের বাবা মোঃ বিল্লাল হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত শিশু ইয়াছিন আরাফাত ও মোঃ জসিম আসামি ওই মামলার প্রধান আসামি ইয়াসমিনের ভাসুর বিল্লাল হোসেন এবং চাচা শশুর শাহ আলমের ছেলে।
মামলার বাদী পক্ষের আইনজীবি অতিরিক্ত পিপি নুরুল ইসলাম জানান, ২০১৪ সালের সেপ্টেম্বরে তদন্ত কর্মকর্তা আদালতে মামলার চার্জশীট দাখিল করেন। ২২ জন সাক্ষীর মধ্যে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন।
মামলার স্বাক্ষীসহ সব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এবং সত্যতা নিশ্চিত হয়ে আদালত ইয়াসমিনকে মৃত্যুদন্ডাদেশ এবং মাজেদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,৩১ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur