ভারতের অরুণাচল প্রদেশে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বিক্ষুব্ধ নারীরা দুইজনকে নগ্ন করে রাস্তায় ঘুরিয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। আরও দুই ধর্ষক পলাতক রয়েছেন বলেও জানান তিনি।
গত সোমবার ধৃত দুই ধর্ষককে পুলিশের হাতে সোপর্দ করার আগে প্রদেশটির আপার সিয়াং জেলার ইংকিওং মার্কেট এলাকার রাস্তায় ঘুরিয়ে ব্যাপক মারধর করা হয়। অভিযুক্তরা পংকং গ্রামের বাসিন্দা।
পুলিশের উপ-মহাপরিদর্শক(কেন্দ্রীয় রেঞ্জ) জন নেইহালাইয়া বলেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে ইংকিওং থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে নির্মাণাধীন গান্ধী ব্রিজের কাছে ১৭ বছর বয়সী স্কুলছাত্রীকে তার বয়ফ্রেন্ডসহ চারজন ধর্ষণ করেন। পরেরদিন পুলিশ ঘটনাটি জানতে পারে।
তিনি বলেন, পলাতক দুই ধর্ষককে আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে পুলিশের একটি দল জেংগিংয়ে পাঠানো হয়েছে।
অরুণাচলের স্বরাষ্ট্রমন্ত্রী কুমার ওয়াই ঘটনাটি দুর্ভাগ্যজনক উল্লেখ করে অভিযুক্তদের আইনের আওতায় আনতে সবার সহযোগিতা চেয়েছেন।
এছাড়া তিনি অল্প বয়সীদের অপরিচিত লোকের সঙ্গে অপরিচিত জায়গায় এবং রাতের বেলায় বেড়াতে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।
এদিকে আপার সিয়াংয়ের পুলিশ সুপারের প্রতি দেশটির আইন অনুযায়ী পলাতক ধর্ষকদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানিয়েছে প্রদেশটির মহিলা বিষয়ক কমিশন।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৭: ১০ পি.এম ৩০মার্চ,২০১৮শুক্রবার
এ.এস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur