Home / সারাদেশ / চাঁদপুরসহ দেশের নদী বন্দর সমূহকে ২ নং সতর্ক সংকেত

চাঁদপুরসহ দেশের নদী বন্দর সমূহকে ২ নং সতর্ক সংকেত

চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী,যশোর, রাজশাহী, টাংগাইল, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, এবং
সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম / উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি:মি: বেগে অস্হায়ীয়ীভাবে ঝড়ো
হাওয়া বয়ে যেতে পারে।

সেই সাথে বৃষ্টি / বজধবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ২ নম্বর (পুন:)। ২ নম্বর নৌ-হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন ̈ত্র একই দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি:মি: বেগে অস্হায়ীয়ীভাবে দমকা / ঝড়ো হাওয়া বয়ে
যেতে পারে। সেই সাথে বৃষ্টি / বজধবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর নৌ-
হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। মৌসুমী লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংগ্ন বাংলাদেশে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল (মঙ্গলবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও চুয়াডাঙ্গা ৩৫.৬ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙ্গামাটি ও দিনাজপুরে ১৭.২ ডিগ্রি সেলসিয়াস।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৬: ৫০ পি.এম ৩০মার্চ,২০১৮শুক্রবার
এ.এস