চাঁদপুর

চাঁদপুরে আরও দুই জনের করোনা শনাক্ত

চাঁদপুরে শুক্রবার আরও দুই জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।  এ দিন চাঁদপুরে ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ৪৬টি রিপোর্ট আসে। এর মধ্যে ২টি রিপোর্ট করোনা করোনা পজেটিভ। বাকী ৪৪টি রিপোর্ট করোনা নেগেটিভ। আক্রান্তরা চাঁদপুর সদর উপজেলার।

একই দিনে করোনা থেকে মুক্ত তথা সুস্থ ঘোষণা করা হয়েছে ৭জনকে। এর মধ্যে চাঁদপুর সদরের ৩জন, মতলব উত্তরের ১জন, মতলব দক্ষিণের ২জন ও শাহরাস্তির ১জন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩০৫জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৭জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।  আরও পড়ুন- ৭৬ কোটি টাকা ব্যয়ে চাঁদপুরে গণপূর্ত বিভাগের ২১ প্রকল্প

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৩০৫ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৯৩০ জন, ফরিদগঞ্জে ২৬০ জন, মতলব দক্ষিণে ২৫৮ জন, শাহরাস্তিতে ২২৬ জন, হাজীগঞ্জে ১৯৮জন, মতলব উত্তরে ১৯৬ জন, হাইমচরে ১৫২জন ও কচুয়ায় ৮৫জন।

জেলায় মোট ৭৭ জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২২ জন, হাজীগঞ্জে ১৭ জন, ফরিদগঞ্জে ১১ জন, মতলব উত্তরের ১০ জন, শাহরাস্তিতে ৭ জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন।

স্টাফ করেসপন্ডেন্ট, ২ অক্টোবর ২০২০

Share