বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের জ্যেষ্ঠপুত্র সাজেদুল ইসলাম চৌধুরী দিপু (৫৩)। হৃদরোগে আক্রান্ত ২ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যা ৬টায় ঢাকার ইনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহপাক তাঁকে জান্নাতবাসী করুন। সেই সাথে শোক সইবার তৌফিক দান করুন, আমীন।
তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগাহী ও রেখে গেছেন।
শোকাহত পরিবারের প্রতি শোক প্রকাশ করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন (মতলব উত্তর-দক্ষিণের) স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য এম ইসফাক আহসান সিআইপি।
নিজস্ব প্রতিনিধি, ২ ডিসেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur