Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসীর ৪টি বসতঘর পুড়ে ছাই
অগ্নিকাণ্ডে

কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসীর ৪টি বসতঘর পুড়ে ছাই

চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের হরিপুর গ্রামে শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডে নবীর হোসেন নামের এক প্রবাসীর ৪টি ছোট-বড় ঘর, ছেলে শাকিলকে সিঙ্গাপুর পাঠানোর জন্য গৃহে জমারাখা নগদ ৬ লক্ষ টাকা ও পাসপোর্ট,দলিলপত্রাদিসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রবাসীর স্ত্রী পারভীন বেগম জানান নগদ টাকাসহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে তাদের।

সরেজমিনে স্থানীয়রা জানান, শুক্রবার মধ্যরাতে প্রবাসীর বসতঘরে আগুনের লেলিহান দেখে প্রবাসীর স্ত্রীর ডাক চিৎকার দিলে লোকজন ছুটে এসে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনলেও ততক্ষনে নগদ টাকা, মূল্যবান কাগজপত্রসহ আসবাবপত্র পুড়ে যায়। আগুন নিভাতে গিয়ে প্রবাসীর স্ত্রী পারভীন বেগম,প্রতিবেশী শওকত হোসেন সহ ৫জন গুরুতর আহত হয়।

খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা প্রায় ঘন্টা পর ঘটানাস্থলে পৌছানোর আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে অল্পের জন্য আশে পাশের ২০-২৫টি ঘর অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায়।

অগ্নিকাণ্ডের সঠিক কারন জানা না গেলেও ক্ষতিগ্রস্থ প্রবাসীর স্ত্রী পারভীন বেগম একই বাড়ির সফিউল্যা’র স্ত্রী সায়েরা বেগমের গোয়াল ঘরে কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে দাবি করেন। এদিকে সফিউল্লাহর স্ত্রী সায়েরা বেগম ওই রাতে তাদের গোয়াল ঘরে মশার কয়েল জ¦ালানোর কথা শিকার করলেও কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা বলতে পারেননি। তাদেরও একটি গরু ওই অগ্নিকান্ডে মারা যায় এবং অপর একটি গরু অগ্নিদগ্ধ হয় বলে জানান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার জানান, ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে খোঁজখবর নিয়েছি। উপয় পক্ষকে নিয়ে আজ রবিবার বিকালে ইউপি সদস্য ইসমাইল মোল্লার নেতৃত্বে বৈঠক হবে। ওই বৈঠকে ঘটনার সত্যতা যাচাইপূর্বক সমাধানের চেষ্টা করা হবে।

কচুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং অগ্নিকান্ডের রহস্য উদঘাটনে চেষ্টা চলছে ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২ ডিসেম্বর ২০২৩