চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৮:৩৯ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০১৫, রোববার
ভারতের রাজধানী নয়া দিল্লিতে আবারো এক নারীকে (৩৭) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ট্যাক্সিতে জোর করে তুলে নিয়ে গিয়ে ওই নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ক্যাব চালক ও তার চার সঙ্গীর বিরুদ্ধে। রোববার ভারতীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।
দক্ষিণ-পশ্চিম দিল্লির পাঙ্খা রোড এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
ওই নারী জানান, ডাব কেনার জন্য মাঝরাতে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। আচমকা একটি ট্যাক্সি এসে তার সামনে দাড়ায়। এ সময় চালক ও অন্য দুজন তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। এদের মধ্যে একজন ওই নারীর পূর্বপরিচিত বলে তিনি জানান।
পরে ওই নারীকে একটি গাড়ি মেরামতের দোকানে নিয়ে যাওয়া হয়। সেখানে আরো দু’জন ছিলেন। পাঁচ জন মিলে তাকে ধর্ষণ করে বলে তিনি অভিযোগ করেছেন।
পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই নারী। ট্যাক্সি ক্যাবের লাইসেন্স প্লেটের নম্বরও পুলিশকে দেন তিনি। ওই নম্বরের সূত্রধরে এবং মেরু ক্যাব সার্ভিসের সহায়তায় পুলিশ গাড়িটি সহ পাঁচজনকে গ্রেফতার করেছে।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur