চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে ১৩তম সিনেবাজ ইলিশ উৎসবের আয়োজন করা হয়েছে। ইলিশের রাজধানী চাঁদপুরে-১৩তম ইলিশ উৎসব আগামি ৭ অক্টোবর বৃহস্পতিবার হতে ৯ অক্টোবর শনিবার ৩ দিনব্যাপি করার প্রস্তুতি নিয়েছে সংগঠনটি।
ইলিশ উৎসব প্রতিদিন বিকেল ৪টা হতে রাত ৯ টা পর্যন্ত চাঁদপুর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। চাঁদপুরে ইলিশ উৎসব এর রূপকার ও চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
১৩তম ইলিশ উৎসবের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি, এম পি।
৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪টায়ঃ বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনে ”ইলিশ নিয়ে ছড়া” পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের সুচনা।
তারপর শুরু হবে ফিরেদেখা গানের চুড়ান্ত প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় ৭ম শ্রেণি হতে স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের গানের ধরনের সাথে পোশাকের মিল থাকতে হবে।
সংসদীয় প্রিতি বিতর্ক
ইলিশ কুটনীতির মাধ্যমে এ সংসদ মনে করে,বাংলাদেশের তিস্তার পানি আদায় করা সম্ভব। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে উদয়ন সংগীত বিদ্যালয় ও জয়ধ্বনি সংগীত বিদ্যায়তনের শিল্পীরা।সন্ধ্যায় গোলটেবিল বৈঠকের।
সকল নিবন্ধনকৃত জেলেকে “জীবন বীমা”র
আওতায় আনা জরুরি। সবশেষে রাতে অগ্নিবীনা চাঁদপুরের নৃত্য ও চতুরঙ্গের সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম সমাপ্ত হবে। পরদিন ৮ অক্টোবর, শুক্রবার বিকেল সাড়ে তিনটায় ।
দলগত নৃত্য প্রতিযোগিতার চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর নৃত্যধারা ও সুরধ্বনি একাডেমির নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপর লবি রহমান কুকিং ফাউন্ডেশনের প্রতিনিধিদেরইলিশ রেসিপি প্রদর্শন এবং ইলিশ নিয়ে মুক্ত ভাবনা।
সন্ধ্যায় নারায়ণগঞ্জ হাওয়াইয়ান গিটার পরিষদ ও লতিকা নৃত্যালয় লক্ষীপুর জেলার অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে গোলটেবিল বৈঠকের।
বৈঠকের বিষয়: ইলিশের ডিম সংরক্ষ ও বিক্রয়কে,কঠিন শাস্তিযোগ্য
আইনের আওতায় আনা এখন সময়ের দাবি । রাতে শ্রীমঙ্গল নৃত্যালয় একাডেমি ও চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাপনি দিনে ৯ অক্টোবর, শনিবার বিকেল সাড়ে তিনটায় ইলিশ রক্ষায় দর্শকদের মুক্ত ভাবনা।
বিকেলে রংধনু সৃজনশীল নৃত্য সংগঠন ওস্বপ্নকুঁড়ি সাংস্কৃতিক সংগঠনের নৃত্যানুষ্ঠান।
ইলিশ রক্ষায় সাংবাদিক প্রতিনিধিদের”মুক্ত ভাবনা”। সব শেষে ঢাকার কাদরী ডান্সট্রুপের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান।
সব শেষে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে ৩ দিনব্যাপি সিনেবাজ ১৩তম ইলিশ উৎসবের সমাপ্তি হবে।
সিনিয়র করেসপন্ডেন্ট , ১৭ সেপ্টেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur