মডেল ও অভিনেত্রী মুমতাহিনা টয়াকে গত মাসে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অভিনেতা সৈয়দ জামান শাওন। ২৯ ফেব্রুয়ারি তাদের বিয়ে। বছরের লিপ ইয়ারের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বিয়ের জন্য তারা বেছে নিয়েছেন এই তারিখ।
আজ শনিবার সন্ধ্যায় ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকত সম্পন্ন হবে বলে জানিয়েছেন টয়া। গত বৃহস্পতিবার টয়ার বিয়ের মেহেদি উৎসব হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাফা কবির, চিত্রনায়ক সিয়াম, সিয়ামের স্ত্রী অবন্তী, শাওন ও টয়ার বন্ধু আর পরিবারের সদস্যরা।
টয়া বলেন, ‘আসলে হঠাৎ করেই হয়েছে বিয়ের সিদ্ধান্তটা। আমাদের সম্পর্কের কথা কাছের কয়েকজন বন্ধু জানতেন। ২৯ ফেব্রুয়ারি দিনটিকে স্মরণীয় করে রাখতেই বিয়ের দিন হিসেবে আজকের তারিখটি ঠিক করি। সামনে আয়োজন করে সবাইকে নিয়ে অনুষ্ঠান করা হবে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’
টয়া জানান, অল্প সময়ে কাছের বন্ধু হয়েছেন তারা। ২০১৯ সালের শেষ দিকে ভারতে একটি অভিনয় প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন শাওন ও টয়া। সেখানে তাদের বন্ধুত্ব হয়। এরপর তারা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে ভাবা শুরু করেন।
বিনোদন ডেস্ক,১ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur