আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় জেএম সেনগুপ্ত রোডস্থ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির বাসভবনের হলরুমে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় সভাপত্বি করেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
এ সভায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ কয়েক জনের নাম প্রস্তাব করেন। এর আলোকে জেলা আওয়ামী লীগের উপর প্রার্থী নির্ধারনের দায়িত্ব অর্পন করেন। সকলের মতামতকে প্রাধান্য দিয়ে জেলা আওয়ামীলীগ যেনো কেন্দ্রে প্রার্থীর নাম পাঠান তার প্রতি আহ্বান জানায়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, তৃণমুল নেতাকর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের মুল শক্তি। আওয়ামী লীগের দু:সময়ে তুণমুলের নেতাকর্মীরা সর্বপ্রথম এগিয়ে আনে। তাই তৃনমুল নেতাকর্মীদের উপেক্ষা করে আওয়ামীলীগ কখনো কোন কাজ করে না এবং আগমীতেও করবে না। যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বার বারই প্রমান দিয়েছে। আসন্ন উপজেলা নির্বাচনেও তৃনমূলের নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দেওয়া হবে।
চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, হাজী বিল্লাল হোসেন আখন্দ, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শাহীর হোসেন পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া,
উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, যুগ্ম সম্পাদক আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী। এছাড়াও সদর উপজেলা ১৪ টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- আশিক বিন রহিম
৩০ জানুয়ারি, ২০১৯