বর্তমান সময়ের পাঠকপ্রিয় কথাসাহিত্যিক তৌফিক মিথুনের সম্পাদনায় এবারের জাতীয় গ্রন্থমেলায় আসছে ‘গল্পের বাক্স-২’। ৭১জন গল্পকারের ৭১টি দুর্দান্ত গল্প নিয়ে প্রকাশিত গল্পগ্রন্থটি এবারের অমর একুশে বইমেলার অন্যতম আকর্ষণ হিসেবে ইতোমধ্যেই পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।
দেশের প্রতিশ্রুতিশীল একঝাঁক নবীন এবং প্রতিষ্ঠিত গুণী লেখকের সম্মীলন ঘটানো এই বইটির প্রতিটি গল্পই ভিন্নতার পাশাপাশি রয়েছে চমকপ্রদ আয়োজন। আর সেটি হলো এখানে স্থান পাওয়া প্রতিটি গল্পই শত শব্দের। অর্থাৎ সকল লেখকই তাদের গল্প শেষ করেছেন বরাবর ১০০ শব্দে। পাঠকদের অভিমত বাংলা সাহিত্যে এই ধরনের চমকপ্রদ সাহিত্য সংকলন নিঃসন্দেহে
প্রশংসনীয়।
‘গল্পের বাক্স-২ এর সম্পাদক কথাসাহিত্যিক তৌফিক মিথুন জানান, ‘শত শব্দের গল্প সংকলন’ এই শিরোনামে বইপ্রিয় পাঠকদের ভিন্ন কিছু উপহার দিতেই আমাদের এই আয়োজন যেহেতু ব্যস্ততার ভীড়েও ছোট ছোট গল্পগুলো পাঠকেরা পড়তে পারছেন ক্ষুদ্রাতিক্ষুদ্র অবসরে,
তাই আশাকরি এটি হতে পারে আপনার ব্যক্তিগত
সংগ্রহে রাখার মতো একটি বইপাশাপাশি আপনর পছন্দের মানুষকে দেয়ার মতো একটি দুর্দান্ত
উপহার।
গল্পের বাক্স-২। শত শব্দের গল্প সংকলন। সম্পাদনা: তৌফিক মিথুন।প্রকাশনা: পরিবার
পাবলিকেশন্স। পাওয়া যাবে অমর একুশে
বইমেলা ২০২২ এ পরিবার পাবলিকেশন্স এর স্টলে। এছাড়াও সংকলনটি বইকিনি ডটকম, বইপরিবার ডটকম, রকমারি ডটকমসহ অন্যান্য অনলাইন বুকসপ থেকে ঘরে বসে ক্রয় করা যাবে।
প্রতিবেদকঃ আশিক বিন রহিম, ২ ফেব্রুয়ারি ২০২২