Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / তিন বান্ধবী একত্রে গোসল করতে নেমে প্রাণ গেল একজনের
বান্ধবীদের সঙ্গে গোসল করতে

তিন বান্ধবী একত্রে গোসল করতে নেমে প্রাণ গেল একজনের

বান্ধবীদের সঙ্গে গোসল করতে গিয়ে ফারজানা আক্তার (৯) নামের এক স্কুলছাত্রী পানিতে ডুবে মারা গেছে। শনিবার দুপুরে হৃদয় বিদারক ঘটনাটি ঘটে চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ গ্রামে।

ফারজানা ওই গ্রামের মালি বাড়ির মনির হোসেনের মেয়ে। সে হাজীগঞ্জ পাইলট বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী তানজিমূল ইসলাম মামুন জানান,মালি বাড়ি থেকে ফারজানাসহ আরো ২ জন সমবয়সী মেয়ে বাড়ির সামনে একত্রে গোসল করতে নামে। এ সময় তারা নিজেরা পুকুরের পানিতে খেলার ছলে ফারজানা ডুবে যায়। ফারজানা ডুবে যাওয়ার বিষয়টা বাড়িতে গিয়ে অন্যদেরকে জানায় তার সঙ্গীরা। এ খবর শুনে ফারজানার মা চিৎকার করতে করতে পুকুর পাড়ে আসে।

এরপর ফারজানার খোঁজে বহু লোক পুকুরে নেমে পড়ে। খোঁজাখুঁজির কিছুক্ষণ পরে ফারজানাকে পানির নিচ থেকে তুলে আনা হয়।

উদ্ধারের পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করে। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এসএম শোয়াইব আহম্মেদ চিশতি জানান, মেয়েটিকে হাসপাতালে আনার আগেই মারা গেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রনি জানান, মেয়েটির পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

করেসপন্ডেট, ৫ সেপেটম্বর ২০২০