উপজেলা সংবাদ

তিন ঘণ্টা পর কুমিল্লায় আবারো ট্রেন লাইনচ্যুত

ফাইল ছবি।

‎Saturday, ‎May ‎09, ‎2015  12:04:24 AM

কুমিল্লা করেসপন্ডেন্ট :

কুমিল্লায় লাইনচ্যুত সেনাবাহিনীর বিশেষ ট্রেন উদ্ধার শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার তিন ঘন্টা পর এবার নাছিরাবাদ এক্সপ্রেসের ইঞ্জিনের ২টি চাকা লাইনচ্যুত হয়।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়াতে এ লাইন চ্যুতির ঘটনা ঘটে।

বাংলাদেশ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (পূর্বাঞ্চল) মোস্তাফিজুর রহমান চাঁদপুর টাইমসকে জানান, ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা নাছিরাবাদ ট্রেনটি শুক্রবার রাত সোয়া ১০টার দিকে কুমিল্লা রেলস্টেশনে যাত্রা বিরতী করে। বিরতি শেষে রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা স্টেশন ছেড়ে জাঙ্গালিয়া এলাকা অতিক্রম করার সময় ট্রেনটির ইঞ্জিনের দু’টি চাকা লাইনচ্যুত হয়ে ট্রেনটি থেমে যায়।

এতে চট্টগ্রামের সাথে রাজধানী ঢাকাসহ সব ক’টি রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এর আগে বিকেল সাড়ে তিনটার সময় কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনের কাছে পেরুল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সেনাবাহিনীল একটি বিশেষ ট্রেনের ২টি বগির ৮টি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম, নোয়াখালী ও চাঁদপুরের সাথে ঢাকা, সিলেটসহ দেশের ৬টি রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে লাকসাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে তৎপরতা চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্গত ট্রেনটি উদ্ধার হলে চার ঘন্টা পর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার তিন ঘন্টা পরই দুর্ঘটনার কবলে পড়ে নাছিরাবাদ একপ্রেস।

 

চাঁদপুর টাইমস : এমআরআর/2015

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন :

www.facebook.com/chandpurtimesonline/likes

Share