Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / তালতলা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন সাদেক বাচ্চু
সাদেক বাচ্চু

তালতলা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন সাদেক বাচ্চু

বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চুকে রাজধানীর খিলগাঁয়ের তালতলা কবরস্থানে সমাহিত করা হবে।

১৪ সেপ্টেম্বর,সোমবার বাদ আসর সেখানে তার দাফন সম্পন্ন হবে।এর আগে তালতলা কবরস্থান সংলগ্ন মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম দেশগাঁও আতাউদ্দিন সর্দার বাড়ীর মৃত নূর মোহাম্দ এর ছেলে সাদেক বাচ্চু। গ্রাম থেকে স্বাধীনের পর পরই ঢাকায় উঠেন। ৬ বোনের এক ভাই ছিলেন সাদেক বাচ্ছু। সেখানে ডাক বিভাগগে কর্মরতের পাশাপাশি অভিনয় জগতে যোগ দেন। বাড়ীতে কবরের জায়গা ছাড়া তেমন কোন সম্পদ নেই।

বরণ্য এ অভিনেতাকে ঢাকায় মাটি দেওয়া হবে জানান গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্ছু। তার মৃত্যুর খবরে গ্রামের বাড়ীতে শোকের মাতন দেখা যায়।

এর আগে করোনা আক্রান্ত হয়ে সোমবার বেলা ১২টা ৫মিনিটে রাজধানীর মহাখালীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্ট থাকা অবস্থায় সাদেক বাচ্চু শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বার্তা কক্ষ,১৪ সেপেটম্বর ২০২০