চাঁদপুর জেলা ছাত্রদলের আয়োজনে তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মুনাজাত আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) সোমবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
জেলা ছাত্রদলের আহŸায়ক ফয়সাল আহমেদ বাহারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহŸায়ক মাসুদ মাঝির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক এড. সেলিম উল্লাহ সেলিম। আরো বক্তব্য রাখেন- যুগ্ম আহŸায়ক মুনির চৌধুরী, সেলিমুসসালাম, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, বিএনপি নেতা এড. জহির উদ্দিন বাবর বেপারী, সদর ছাত্রদলের আহŸায়ক ইমাম এইচ গাজী, পৌর ছাত্রদলের আহŸায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আজকে আমরা বক্তব্য দিলে মামলা হয়। আমরা মিছিল ও আন্দোলন করা আমাদের গণতান্ত্রিক অধিকার। আমাদের এ অধিকারকে বর্তমান সরকার পুলিশ বাহিনী দিয়ে বাধা দিচ্ছে। মুক্তিযুদ্ধের সময় জীবন দিয়ে স্বাধীনতা এনেছি। স্বাধীন দেশে আমরা বিএনপির দলীয় কার্যালয়ে মাইক ব্যবহার করে কার্যক্রম চালাতে পারছে না। গত কয়েকদিন পূর্বে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী শহরের কালিবাড়ি থেকে বিএনপি অফিস কার্যালয় পর্যন্ত মাইক বাজানো হয়েছে। তাহলে আমরা কেন পারবো না। তারেক রহমান বাংলাদেশে আসতে চায়। এ দেশের মানুষের সাথে মিশতে চায়। কিন্তু বর্তমান সরকার তাকে দেশে আসতে দিচ্ছে না। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসুরী তারেক রহমানের আজ ৫৩তম জন্মবার্ষিকী পালন করছি। শেখ হাসিনার সরকার বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। অসুস্থ্য শরীরে এখনও তিনি আদালতে হাজিরা দিচ্ছেন।
আলোচনা পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সাধারন সম্পাদক মাও. মোঃ জাকির হোসেন মিয়াজী।
সবশেষে তারেক রহমানের জন্মবার্ষিকীর কেক কাটা হয়।
আশিক বিন রহিম
: পডেট, বাংলাদেশ ১১ : ৫৯ পিএম, ২০ নভেম্বর, ২০১৭ সোমবার
ডিএইচ