Home / চাঁদপুর / ক্লিন চাঁদপুর গ্রিন চাঁদপুর কার্যক্রমে তারুণ্যের অগ্রদূতের কর্মসূচি
ক্লিন চাঁদপুর গ্রিন চাঁদপুর কার্যক্রমে তারুণ্যের অগ্রদূত

ক্লিন চাঁদপুর গ্রিন চাঁদপুর কার্যক্রমে তারুণ্যের অগ্রদূতের কর্মসূচি

চাঁদপুর শহরকে ক্লিন চাঁদপুর গ্রীন চাঁদপুর করতে জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৬ ডিসেম্বর) সোমবার সকাল ৮টায় চাঁদপুর সরকারি কলেজের সামনে তারুণ্যের অগ্রদূত সংগঠনের ব্যবস্থাপনায় র‌্যালি ও শহর পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ।

তিনি বলেন, শহর কে সুন্দর রাখা প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। জনগণকে এ কাজে এগিয়ে আসতে হবে । আমরা যে যে দায়িত্বে থাকি না কেন, শহরকে সুন্দর রাখা আমাদের দায়িত্ব। পরিষ্কার-পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ। বিশ্বের অনেক দেখেছি যেখানে রাস্তা-ঘাটে কোন ময়লা নেই, অনেক সুন্দর। আমরা জানি যে কোনো কাজে সাধারণ মানুষের অংশগ্রহণ থাকলে সে কাজ সুন্দর হয়। আমরা পৌরসভার মাধ্যমে চাঁদপুর শহরকে রাতেও পরিষ্কার-পরিচ্ছন্ন করে থাকি। পাড়া মহল্লার ময়লা আবর্জনার পরিষ্কার করার জন্য ছোট ভ্যান দিয়েছি। পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে কাজ করে যাচ্ছি। জেলা প্রশাসন এ উদ্যোগের সাথে একাত্মতা পোষণ করে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোঃ আব্দুল হাই বলেন, ‘চাঁদপুর শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকেও কাজ করে যাচ্ছে। গভীর রাতে যদি কেউ শহরে প্রবেশ করে তাহলে দেখা যায়, শহর পরিষ্কার-পরিচ্ছন্ন নগরীর মতো। আমরা সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। অসচেতন ব্যক্তিরা এখনো শহরকে নোংরা করে রাখে। এ কারণে রোগবালাই ছড়িয়ে থাকে। চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ শহরকে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে। আর সে কাজ হচ্ছে ক্লিন চাঁদপুর গ্রিন চাঁদপুর কার্যক্রম।

বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী ,চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বেলাল হোসাইন, প্রভাষক মো. মহসিন শরীফ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিফৌজ ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন ও তারুনের অগ্রদূত সভাপতি ভিডিয়ান ঘোষ , সাধারণ সম্পাদক তাপস মজুমদার ও সাংগঠনিক সম্পাদক সিয়াম গাজী কর্মকর্তারা।

পরে শহর, রাস্তাা-ঘাট পরিচ্ছন্ন করতে ঝাড়– হাতে কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আব্দুল হাইসহ অন্যান্যরা।

ক্লিন চাঁদপুর গ্রিন চাঁদপুর কর্মসূচির অংশ হিসেবে তারুন্যের অগ্রদূত সংগঠনের ব্যবস্থাপনায় চাঁদপুর সরকারি কলেজের সামনে পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল হাইসহ অতিথিবৃন্দ।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সম ৩: ০০ এএম, ২৭ ডিসেম্বর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply