ওমরাহ পালনের সময় অনন্ত জলিল
‘বন্ধুগণ,আমি আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আসছি ধানমন্ডির রবীন্দ্রসরোবরে, আপনাদের/তোমাদের সাথে কিছু ইন্টারেস্টিং ব্যাপারে আলোচনা করতে। সবার উপস্থিতি একান্তভাবে কাম্য। এখানে আমার সাথে আরও কিছু ইম্পর্টেন্ট পারসন থাকবে। সো দেখা হবে সবার সাথে। ইনশাআল্লাহ।’
গতকাল ২৯ জুলাই শনিবার সকাল ১০টা ৪৪ মিনিটে ফেসবুকে এক ভিডিও–বার্তায় আলোচিত চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক অনন্ত জলিল তার ভক্তদের এই আহ্বান জানান। এরপর সবার মনেই নানা প্রশ্ন তৈরি হয়, এখানে তিনি কী করবেন? কেন তিনি এভাবে ঘোষণা দিয়েছেন?
হ্যাঁ, গতকাল ধানমন্ডির রবীন্দ্রসরোবরে অনন্ত জলিলকে যারা দেখেছেন, তারা খুবই অবাক হয়েছেন। একেবারে অন্য মানুষ। অন্য সাজ–পোশাক। আর তার সঙ্গে যারা আছেন, অনন্ত জলিল যেসব কাজের সঙ্গে সংশ্লিষ্ট, তারা মোটেও সেসব কাজের সাথে জড়িত কেউ নন। অনন্ত জলিলের মাথায় কালো পাগড়ি, গায়ে সাদা লম্বা আলখেল্লা, মুখে দাড়ি, আর তিনি বলছেন ধর্ম–সংক্রান্ত নানা কথা।
অনন্ত জলিল বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। ইসলামের প্রতিটি নিয়ম-কানুনই মানুষের শান্তির জন্য। তাই আসুন আমরা ইসলামের পথে চলি। ইসলামের বিধিবিধানগুলো মেনে চলি।’
জানা গেল, অনন্ত জলিল তাবলিগ জামাতের সাথে যুক্ত হয়েছেন। তিনি রাজধানীর ধানমন্ডির এক মসজিদে অবস্থান করছেন।
এরপর রাত ১০টায় তিনি ফেসবুকে তার পেজে লিখেছেন, ‘বন্ধুগণ, আমার সালাম নিবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই খুব অল্প সময়ের মধ্যে সাড়া দিয়েছেন, এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি শুধুমাত্র আমার ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে অনুষ্ঠানটির ঘোষণা দিয়েছিলাম, কোনো প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানাইনি।
আইনগতভাবে অনুষ্ঠানটির জন্য যে পারমিশন প্রয়োজন হবে, তা ভাবিনি। সংক্ষিপ্ত সময়ের কারণে আইনগত পারমিশনের প্রসিডিউরগুলো করা সম্ভব হয়নি । তাই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পূর্ণ করা যায়নি। তারপরও আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করে বিস্তারিত জানিয়েছি।বন্ধুগণ, অচিরেই আমি/আমরা একটি সুন্দর অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিব, ইনশাআল্লাহ। আল্লাহতায়ালার কাছে আপনাদের সবার সুন্দর ও সুস্থ জীবন কামনা করি। খোদা হাফেজ।’
গত জানুয়ারি মাসে স্ত্রী বর্ষাকে সঙ্গে নিয়ে ওমরাহ পালন করেন অনন্ত জলিল।
নিউজ ডেস্ক:
আপডেট, বাংলাদেশ ৬:০০ পি.এম, ৩০ জুলাই ২০১৭, রোববার
ডিএইচ