Home / আবহাওয়া / তাপমাত্রা নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের
Weather

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তামপাত্রা কমতে থাকলেও ব্যতিক্রম রাজধানীতে। এখানে ক্রমাগত তাপমাত্রা বাড়ছে।

রোববার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে, রোববার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।

বার্তাকক্ষ,১৫ নভেম্বর,২০২০;