Home / বিশেষ সংবাদ / ‘তসলিমা নাসরিন হিন্দুধর্ম গ্রহণ করেছেন’

‘তসলিমা নাসরিন হিন্দুধর্ম গ্রহণ করেছেন’

নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ‘হিন্দুধর্ম গ্রহণ করেছেন’ যে গুজব ছড়ানো হয়েছে এর প্রতিবাদ জানিয়েছেন লেখিকা। তিনি ফেসবুকে লিখেছেন, ‘খবরে দেখলাম আমি নাকি হিন্দু ধর্ম গ্রহণ করেছি। এর আগে খবর করা হয়েছে আমি নাকি নামাজ রোজা ধরেছি, বোরখা পরছি। কিছুই নতুন নয়। বলছি আমাকে নিয়ে এসব লেখালেখি কিছুই নতুন নয়। পঁচিশ বছর ধরে এসব বদমাইশি চলছে।…’

যারা এমন গুজব ছড়াচ্ছে তাদের একহাত নিয়ে তসলিমা লিখেছেন, ‘ওরা কারা আমি জানি না, কিন্তু অনুমান করতে পারি। ওরা তারাই যারা মনে করে মেয়েমানুষ মজা করার জিনিস, তাদের নিয়ে যা ইচ্ছে তাই বলা যায়, লেখা যায়। আসলে ওদের বড় রাগ আমার ওপর। কেউ কেউ বলে ধর্মটা নিয়ে না লিখলে সব নাকি ঠিক ছিল। ধর্মটা মানে ইসলামটা।’-আবাং

প্রসঙ্গত, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে লেখার অভিযোগে ১৯৯৪ সাল থেকে নির্বাসনে রয়েছেন তসলিমা নাসরিন। বর্তমানে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন নারীবাদী এই লেখিকা।

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৫:১০ পিএম, ০৩ জানুয়ারি ২০১৬, রোববার

এমআরআর