Home / চাঁদপুর / তলিয়ে গেছে চাঁদপুর বঙ্গবন্ধু সড়ক : পানিবন্দি শতাধিক পরিবার
তলিয়ে গেছে চাঁদপুর বঙ্গবন্ধু সড়ক পানিবন্দি শতাধিক পরিবার

তলিয়ে গেছে চাঁদপুর বঙ্গবন্ধু সড়ক : পানিবন্দি শতাধিক পরিবার

বন্যায় পানিবন্ধি হয়ে পড়েছে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়ক এলাকার শতাধিক পরিবার। চাঁদপুরসহ কয়েকটি জেলাকে বন্যার আশংকা করা হলেও ইতোমধ্যে আশংকা এখন বাস্তবে রূপ নিয়ে চাঁদপুরের বেশ ক’টি স্থান বন্যায় কবলিত হচ্ছে।

এছাড়া ঢালীরঘাট, ইচলী, রহমতপুর কলোনীসহ বেশ কয়েকটি এলাকার মানুষও পানিবন্দি।

গত ৮/১০ দিন পূর্বে চাঁদপুর পৌর সভার ১২নং ওয়ার্ড বঙ্গবন্ধু সড়কের কিছু অংশে জোয়ারের পানি উঠলেও গত দু’দিন থেকে জোয়ার এলে সড়কের পুরোপুরি স্থানে উঠে যায়।

মঙ্গলবার (২ আগস্ট) মঙ্গলবার সকালে ওই এলাকায় গিয়ে দেখা যায় মিশন রোড হতে শুরু করে দর্জি ঘাট পর্যন্ত বঙ্গবন্ধু সড়ক জুড়ে হাঁটু পানি হয়ে গেছে যায়। শুধু সড়ক জুড়েই নয় সড়কের পাশে থাকা পৌরসভার অধিনে হাজী বাড়ি, ছৈয়াল বাড়ি, বেপারী বাড়ি, খান বাড়ি, রাজ বাড়িসহ ওই এলাকার কয়েকটি বশত বাড়ির উঠানেও বন্যার পানি জমে গেছে।

জোয়ারে পানি বেড়ে যাওয়ায় সড়কের পাশের লেকে ক’জন মাছ চাষীর চাষকৃত বিভিন্ন প্রজাতির মাছ চলে যায়। সড়কে পানি জমে থাকায় অনেক দুর্ভোগ পোহাচ্ছে ওই এলাকার শত শত পরিবার। সড়কে হাঁটু পরিমান পানি জমে থাকায় মানুষজন ঠিকমতো যাতায়াত করতে পারছে না।

একই সাথে বন্ধ রয়েছে বিভিন্ন যানবাহন চলাচল। বিগত কয়েক দিন ধরে সড়কের অধিকাংশ জুড়ে বন্যার পানি থাকায় ওই সড়কের প্রবেশ মুখের দু স্থানে স্থানীয়রা বাঁশ কাঠ দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। যে এখন অকেজো অবস্থায় রয়েছে।

বন্যার এমন পরিস্থিতিতে বর্তমানে অনেক দুর্ভোগের সাথে দিন পার করেছ ওই এলাকার কয়কে শ’ পরিবার।

কবির হোসেন মিজি: আপডেট, বাংলাদেশ সময় ০৩:৩০ এএম, ২ আগস্ট ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply