বিয়ের নাটক সাজিয়ে প্রবাসী এক তরুণীকে ১ বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় সেলিম ও তার দুই সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলার আসামিরা হলেন- সাভারের ব্যাংক টাউন এলাকার মৃত. আবু বক্কর সিদ্দিকের ছেলে সেলিম আহম্মেদ (৪০), তার সহযোগী উত্তর যাত্রাবাড়ী এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে আবদুল হান্নান (৩৫) ও সাভারের রাজাশন মন্ডলপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিক (৩৪)।
২৬ বছর বয়সী মালয়েশিয়া প্রবাসী ওই তরুণী মামলায় উল্লেখ করেন, মালয়েশিয়ায় কাজ করার সুবাদে সেখানে পরিচয় হয় সাভারের ব্যবসায়ী সেলিমের সঙ্গে। সেখান থেকেই সুসম্পর্ক গড়ে উঠে। ধীরে ধীরে সম্পর্ক গভীর হলে সেলিম তাকে বিয়ের আশ্বাস দিয়ে বাংলাদেশে নিয়ে আসে।
তিনি জানান, গত বছরের ৭ সেপ্টেম্বর দেশে আসলে বিমানবন্দরে সেলিম ও তার সহযোগী সিদ্দিক তাকে আনতে যায়। দুদিন ঢাকার বিভিন্ন স্থানে ঘুরিয়ে ৯ সেপ্টেম্বর তাকে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়।
ওই তরুণী জানান, পরে সেলিম তাকে বিয়ের কথা বলে গ্রামের বাড়ি থেকে নিয়ে আসে। ওই দিনই সেলিম তার দুই সহযোগীর সহায়তায় বিয়ের মিথ্যা নাটক সাজিয়ে একজন হুজুর এনে বিয়ের কথা বলে কাগজে সই নেয়।
গত বছরের ১১ সেপ্টেম্বর ওই তরুণীর গ্রামের বাড়িতে গিয়ে ঘুরে আসেন সেলিম। এরপর সেলিম এবং ওই তরুণী স্বামী-স্ত্রী হিসেবে প্রায় এক বছর বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বসবাস করতে থাকেন। প্রায় এক বছর পর ওই তরুণী কাবিননামা চাইলে সেলিম টালবাহানা শুরু করেন।
একপর্যায়ে সেলিম তাকে জানান, বিয়েতে কাবিননামার প্রয়োজন হয় না, মনের মিল থাকলেই বিয়ে হয়। পরে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।
ওই তরুণী জানান, বিয়ে রেজিস্ট্রেশনের জন্য সেলিমকে চাপ দিলে সে ও তার সহযোগীরা গত ১০ জুলাই তাকে মারধর করে তাড়িয়ে দেয়। পরে সাভার মডেল থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণে অস্বীকৃতি জানায়।
পরে ওই তরুণী গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে আলোচনা করে ১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-২ এ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-২০৬/১৭) দায়ের করেন। পরে আদালতে নির্দেশে যাত্রাবাড়ী থানা পুলিশ গত ১৪ আগস্ট মামলাটি থানায় নথিভুক্ত করেন (মামলা নং- ৭০)।
জানতে চাইলে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্তে সত্যতা পাওয়া গেছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
সেলিম আহম্মেদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বিয়ে করার কথা অস্বীকার করে এ নিয়ে সংবাদ প্রকাশ না করতে অনুরোধ করেন।
নিউজ ডেস্ক
: : আপডেট, বাংলাদেশ ১২ :০০ পিএম, ০৪ অক্টোবর, ২০১৭ বুধবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur