চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুলিশের দায়ের করা মামলায় অজ্ঞাত আসামী হিসেবে ছেঙ্গারচর পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক মো. রাজীবকে শনিবার (২০ জানুয়ারি) গ্রেফতার করে পুলিশ জেলহাজতে প্রেরণ করেছে।
গ্রেফতারের প্রতিবাদে এক প্রেস বার্তায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
প্রেস বার্তায় তিনি বলেন, ছাত্রনেতা রাজিবের বিরুদ্ধে পুলিশে এজাহারে কোনো মামলা ছিলো না, তাকে পুরোনো মামলায় অজ্ঞাত আসামী হিসেবে আটকের বিষয়টি ন্যাক্কারজনক। গ্রেফতার, জেল-জুলুম করে আন্দোলন থেকে থেকে বিএনপিকে দমাতে পারবে না। ’
প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ সময় ১১:০৩ পিএম, ২০ জানুয়ারি ২০১৮, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur