Home / শিক্ষাঙ্গন / ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ইউনিটের ফলাফল প্রকাশ
Dhaka-University

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ইউনিটের ফলাফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ২০২২-২৩ সেশনের দুইটি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল প্রকাশিত হওয়া ইউনিট দুটির একটি চারুকলা অন্যটি বিজ্ঞান ইউনিট।

আজ সোমবার (৫ জুন) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এ ফলাফল প্রকাশ করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান  অনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

 প্রকাশিত ফলাফল অনুযায়ী বিজ্ঞান ইউনিটে পাশের হার ১০.৬১ শতাংশ এবং সর্বমোট পাশ করেছে ১১,১০৯ জন  আর চারুকলা ইউনিটে ২১২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) লগইন করলে পাওয়া যাবে।  তাছাড়া প্রবেশ পত্রে দেওয়া পদ্ধতি অনুসরণ করে এসএমএসের মাধ্যমেও ফলাফল দেখার সুযোগ থাকছে।

এবছর চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৭ হাজার ৯৬টি। আসনপ্রতি প্রায় ৫৪ জন প্রার্থী অংশ নেয়।

অন্যদিকে বিজ্ঞান ইউনিটে এক হাজার ৮৫১টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল এক লাখ ২৭ হাজার ৭৫টি। আসন প্রতি প্রতিযোগী ছিল ৬৯ জন।

প্রতিবেদক: মুজাহিদুল ইসলাম, ৫ জুন ২০২৩