বাংলাদেশ জুড়ে চলছে পেঁয়াজ নিয়ে হাহাকার। দেশি পেঁয়াজের আকালের মধ্যে বাজারে এসেছে আফগানিস্তান, মিশর ও তুরস্ক থেকে আসা বড় সাইজের পেঁয়াজ। এগুলো অবশ্য কমদামে পাওয়া যাচ্ছে, ১১০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে এই পেঁয়াজগুলো।
রোববার (১ ডিসেম্বর) মিরপুর সেকশন ছয়ের এক গৃহিণী সাজিয়া আফরিন কনক এমনটাই জানালেন। (বিডি লাইভ)
এই পেঁয়াজগুলো পেয়ারার সাইজের, এক কেজিতে পাওয়া যায় চারটি থেকে ছয়টি পেঁয়াজ। তবে স্বাদ ভালো নয় এই পেঁয়াজের, নেই দেশি পেঁয়াজের মতো ঝাঁঝও। কনক বলেন, আমরা যেরকম ঝাঁঝের পেঁয়াজ খেয়ে থাকি তেমন ঝাঁঝ এই পেঁয়াজে একেবারেই নেই। আর পেঁয়াজগুলোর স্বাদও কিছুটা তিতকুটে পানসে।
বার্তা কক্ষ,২ ডিসেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur