Home / উপজেলা সংবাদ / কচুয়া / ঢাকাস্থ কচুয়া সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন
ঢাকাস্থ কচুয়া সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন

ঢাকাস্থ কচুয়া সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন

ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি সভাপতি, ইঞ্জি. আব্দুল মোতালেব সহ সভাপতি ও মো. হুমায়ুন কবির সাধারণ সম্পাদক

ঢাকাস্থ কচুয়া উপজেলা সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর ইনস্টিটিশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবন মিলনায়তনে আজীবন ও সাধারণ সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঢাকাস্থ কচুয়া উপজেলা সমিতির সহ-সভাপতি মো. আইয়ুব আলী পাটোয়ারী’র সভাপতিত্ত্বে ও সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সমিতির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সচিব নিলুফার বেগম, কচুয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র নাজমুল আলম স্বপন, ঢাকাস্থ কচুয়া উপজেলা সমিতির সহ-সভাপতি ইঞ্জি. এ কে এম আব্দুল মোতালেব, সমিতির সহ সভাপতি জি এম আতিকুর রহমান, সাধারন সম্পাদক মো. হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন চুন্নু। সম্মেলনে বার্ষিক প্রতিবেদন ও শোক প্রস্তাব উন্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জি. এ কে এম আব্দুল মোতালেব।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সকল সদস্যদের উপস্থিতিতে ঢাকাস্থ কচুয়া উপজেলা সমিতির ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি সভাপতি, মো. হুমায়ুন কবির সাধারন সম্পাদক ও ডা. মো. জাহাঙ্গীর আলম সাংগঠনিক পদে নির্বাচিত হয়।

কার্যকরী কমিটি- সহ সভাপতি: এ কে এম আব্দুল মোতালেব, মো. আইয়ুব আলী পাটোয়ারী, জি এম আতিকুর রহমান, ইঞ্জি. আনোয়ার হোসেন মজুমদার, আবুল খায়ের মজুমদার। যুগ্ম সাধারণ সম্পাদক: মো. শাহজাহান, মোস্তাফিজুর রহমান জুয়েল, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, এ্যাড. শাহ আলম ইকবাল, এ্যাড. নূরুল ইসলাম মিয়াজী। কোষাধ্যক্ষ- এ্যাড. আব্দুল খালেক, দপ্তর সম্পাদক- শাহজালাল প্রধান, প্রচার সম্পাদক- এনামুল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- এ্যাড. জাহাঙ্গীর হোসেন দুলাল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন এবং শিক্ষা ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক- জাহাঙ্গীর আলম মজুমদার। কমিটির কার্যনির্বাহী সদস্যরা হচ্ছেন- এ্যাড. আয়েত আলী পাটোয়ারী, তিমির সেন গুপ্ত, কামরূজ্জামান মজুমদার, রফিকুল ইসলাম, কাজী তাজুল ইসলাম, মোখলেছুর রহমান, ফয়েজ আহমেদ স্বপন, মোহাম্মদ হোসেন দুলাল পাটোয়ারী, জাহিদ হাসান নয়ন, এ্যাড. জাহাঙ্গীর হোসেন, রাজিব আহমেদ রাজু, মাসুদ আলম, গোলাম মোস্তফা প্রধান, অ্যাড. নাজমুল আলম ও জামাল হোসেন।

জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট

 

|| আপডেট: ০৯:২৬ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার

এমআরআর