চাঁদপুরে খালেদা জিয়া নির্শত মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধ মিথ্যা মামলায় রায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে করেছে জেলা শ্রমিক দল।
সোমবার সকাল ১০টায় বিএনপির দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদলের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক হাবিব ভূইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. সেলিম উল্ল্যাহ সেলিম, মুনির চৌধুরী।
এসময় বক্তারা বলেন, জনগণের মন থেকে জিয়া পরিবারকে সরাতে একের পর এক মিথ্যা মামলার রায় দিচ্ছে সরকার। কিন্তু এদেশের মানুষ জিয়া পরিবারকে ভালবাসে। যদি নিজেদের যোগত্যা নিয়ে এতো আত্ববিশ্বাস থাকে তাহলে নিরপেক্ষ সরকার দিয়ে নির্বাচন দিন। জনপ্রিয়তা যাচাই করুন।
বক্তারা আরো বলেন, এবার নির্বাচন হলে আওয়ামী লীগ নিজে নিজেদের ভোট দিবে না। ইনুদের নিয়ে জোট করে বিএনপিকে দাবানো যাবে না। তাদের তো ৩ ভোটের বেশি নেই। তারা আবার জাতীয় ঐক্য নিয়ে কথা বলে। খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশে কোন নির্বাচন হবে না। তফসিল ঘোষণার সাথে সাথে রাজপথে বেরিয়ে পরতে হবে। আন্দোলন ছাড়া এ দেশে কোন কিছু অর্জিত হয়নি। তবে আন্দোলন হবে শান্তপূর্ণ। জনগণের জানমাল নিয়ে কাউকে নোংরা রাজনীতির সুযোগ বিএনপি আর দিবে না।’
বিক্ষোভ সমাবেশ শেষে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
২২ অক্টোবর, ২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur