হাইমচরের কৃতি সন্তান খুলনা ভিাগীয় পুলিশ কমিশনার ( ডি আই জি) বাবু নিবাস চন্দ্র মাঝির মা বাবা’র স্বর্গবাস কামনা করে দুঃস্থ ও অসহায়দের মাঝে বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে তেলিম মোড় জগন্নাথ মন্দিনে অন্ন ও বস্ত্র বিতরন করা হয়।
সভায় উপজেলা হিন্দু বৈদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অজয় কৃষ্ণ মজুমদারের সভাপতিত্বে ও পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক মাস্টার লক্ষণ চন্দ্র সরকারের পরিচালনায় পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝিকে জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান কমিটির নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় পুলিশ কমিশনার বাবু নিবাস চনদ্র মাঝি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু সন্তোষ চন্দ্র মজুমদার। বক্তব্য রাখেন বাবু বিমল রায় চৌধুরি, বাবু বিবেক লাল মজুমদার প্রমুখ নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন দিনেশ দেওয়ান, অনিল মাঝি, রাজিব চন্দ্র মাঝি, হরিপদ দাস, সুজন মাঝি, রিপন স্বর্ণকার প্রমুখ।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/06/Bm-ismail.jpg” ] প্রতিবেদক- বি এম ইসমাইল, হাইমচর [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur