Home / জাতীয় / রাজনীতি / প্রকাশিত সংবাদ প্রসঙ্গে চাঁদপুর টাইমসের দুঃখ প্রকাশ
No Pic Chandpur Times
এ সংবাদের সংশ্লিষ্ট ছবি প্রকাশ হয়নি।

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে চাঁদপুর টাইমসের দুঃখ প্রকাশ

একটি জাতীয় দৈনিকের সূত্রে ‘ডা. দীপু মনিকে মৌখিকভাবে সতর্ক করেছেন রিটার্নিং কর্মকর্তা’ শিরোনামে ২৫ ডিসেম্বর চাঁদপুর টাইমসে যে সংবাদ প্রকাশ হয়েছে সে সংবাদের বিষয়ে সম্পাদক দু:খ প্রকাশ করেছেন।

জাতীয় ওই দৈনিকের সূত্রে চাঁদপুর টাইমস সংবাদটি প্রকাশ করে। সে সংবাদে জেলা প্রশাসকের বক্তব্য হিসেবে যা উল্লেখ করা হয়েছিলো, তা’ সঠিক নয় বলে তিনি জানিয়েছেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল চাঁদপুর টাইমস প্রতিবেদককে দৃঢ়ভাবে জানিয়েছেন, ‘সাংসদকে সতর্ক করা হয়নি এবং প্রকাশিত জাতীয় ওই দৈনিকের প্রতিবেদককে এ ধরনের বক্তব্যও প্রদান করা হয়নি।’

সংবাদটি সত্য নয় বলে নিশ্চিত হওয়ায় তা’ প্রত্যাহার করে নিয়েছে চাঁদপুর টাইমস।

অনাকাংখিত এ ভুলের জন্য আমরা চাঁদপুর টাইমস পরিবার জেলা প্রশাসন ও পাঠকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

সম্পাদক :
: আপডেট, বাংলাদেশ সম ১: ৫০ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৬, রোববার
ডিএইচ

Leave a Reply