রাজধানীর তেজগাঁও কেন্দ্রিয় ঔষধাগার থেকে করোনা ভাইরাসের চিকিৎসা সহায়ক সরঞ্জাম দেশব্যাপি সিভিল সার্জন কার্যালয়ে অতি দ্রুততার সাথে পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ।
সম্পূর্ণ বিনা মাশুলে পিপিই, কিডস এবং গণসচেতনতামূলক লিফলেটসহ এসব চিকিৎসা সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে বলে রোববার ২৯ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এর নির্দেশে দেশের ডাক বিভাগ শনিবার থেকে এ কর্মসূচি গ্রহণ করেছে।
দেশের ৬৪টি জেলায় সিভিল সার্জন কার্যালয়ে ডাক বিভাগের ৬০ টি কাভার্ড ভ্যান গাড়ী দিয়ে এ সব চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেয়া হচ্ছে। পরিদর্শক পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে ডাক বিভাগ সিভিল সার্জন কার্যালয়ে করোনা চিকিৎসা সহায়ক সরঞ্জাম হস্তান্তর করছে।
মন্ত্রী এ ব্যাপারে ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্রকে সার্বিক তদারকি করে করোনা সংক্রান্ত জরুরি সামগ্রী দ্রুততার সাথে পৌঁছানোর বিষয়টি মনিটরিং করার নির্দেশ দিয়েছেন।
মহাপরিচালক দ্রুততার সাথে এ সব সামগ্রী পৌঁছানোর বিষয়টি মনিটর করছেন।
ঢাকা ব্র্যরো চীফ , ২৯ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur