Home / শিক্ষাঙ্গন / ডাকসু’র ছাত্রীদের জন্য ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন
DU Dhaka University
ফাইল ছবি

ডাকসু’র ছাত্রীদের জন্য ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয ছাত্র সংসদ ও এসিআই কনজ্যুমার ব্রান্ডের যৌথ উদ্যোগে সোমবার ক্যাম্পাসের ১০টি স্পটে ছাত্রীদের জন্য ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন করা হয়েছে। শিক্ষা মন্ত্রী ডা.দিপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন।

ভেন্ডিং মেশিন স্পটগুলো হচ্ছে-ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি),কলা ভবন ছাত্রী কমনরুম, ব্যবসায় শিক্ষা অনুষদ, সাইন্স লাইব্রেরি, চারুকলা অনুষদ,রোকেয়া হল,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, নবাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, শামসুননাহার হল ও কবি সুফিয়া কামাল হল।

ভেন্ডিং মেশিন থেকে ছাত্রীরা ১০ টাকার নোট দিয়ে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারবে। যার বাজার মূল্য প্রায় ১৪ টাকা।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাবি’র প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও ডাকসু’র কোষাধ্যক্ষ অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ডাকসু’র সকল নির্বাচিত প্রতিনিধি,ছাত্রলীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান জয়,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য,এসিআই কনজিউমার ব্র্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর,চলচ্চিত্র অভিনেত্রী আরিফা পারভীন জামান মৌসুমি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে ডাকসু’র নেতৃবৃন্দ বলেন,‘ এটির বাস্তবায়ন করা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিলো। শিক্ষার্থীদের মাঝে টেকসই,সুলভ ও ব্যবহার উপযোগী এ ব্যবস্থাপনাটি নিয়ে আসাই আমাদের মুখ্য উদ্দেশ্য ছিলো না। আমাদের মূখ্য উদ্দেশ্য ছিলো এ সমাজে যে ট্যাবুটি রয়েছে সেটাকে ভেঙ্গে দেয়া এবং শিক্ষার্থীদের মাঝে একটি জনসচেতনতা তৈরি করা। বাসস

বার্তা কক্ষ , ৬ ডিসেম্বর, ২০১৯