কুমিল্লার শশীদল রেলস্টেশনে যাত্রীবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-চট্রগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।
কুমিল্লা রেলস্টেশনের স্টেশন সূত্র জানায়, নোয়াখালী হতে ছেড়ে আসা ঢাকা গামী যাত্রীবাহী একটি ট্রেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশন অতিক্রম করার সময় ট্রেনটির একটি বগির চাকা লাইন চ্যুত হয়। এতে ঢাকা-চট্রগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ রয়েছে।
কুমিল্লা রেলস্টেশনের স্টেশন মাস্টার শফিকুর রহমান জানান, শশীদলে ট্রেন লাইন চ্যুতির ফলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মহানগর গোধূলি ট্রেনটি কুমিল্লায় আটকে আছে। এছাড়াও বিভিন্ন স্থানে এ রুটে যাতায়াত করা অন্যান্য ট্রেন আটকে আছে।
লাকসাম জংশন ও আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনা স্থলে উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধার কাজ শেষ হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান স্টেশন মাস্টার।
জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ব্যুরোঃ ২৯ ডিসেম্বর ২০১৯।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur