নারায়ণগঞ্জ জেলা শহরের চাষাঢ়া রেলস্টেশনের কাছাকাছি ট্রেন থামিয়ে মা ও শিশু ছেলেকে প্রাণে রক্ষা করলেন ট্রেনচালক।
রক্ষা পাওয়া নারীর নাম জোছনা বেগম (৩২)। তিনি ফতুল্লার হরিহরপাড়ার দুলাল হোসেনের স্ত্রী। সঙ্গে থাকা ছেলের নাম জাবির হোসেন। তার বয়স চার বছর।
চাষাঢ়া রেলস্টেশনের মাস্টার কামরুল ইসলাম খান জানান, বিকেল সোয়া ৪টায় ঢাকাগামী ট্রেন চাষাঢ়া রেলস্টেশনের সিগন্যাল পার হওয়ার সময় ছেলেকে কোলে নিয়ে জোছনা বেগম ঝাঁপ দেন।
দূর থেকে বিষয়টি দেখে ট্রেন থামিয়ে ফেলেন চালক গোলাম কিবরিয়া। পরে দুজনকে উদ্ধারের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পারিবারিক কলহের জের ধরেই জোছনা আত্মহত্যার চেষ্টা করেন।
নিউজ ডেস্ক || আপডেট: ০৮:২৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৫, সোমবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur