Home / চাঁদপুর / পার্কিংরত ট্রাকের সাথে ধাক্কায় স্কুটার চালক ও যাত্রী আহত
accident-2
প্রতীকী ছবি

পার্কিংরত ট্রাকের সাথে ধাক্কায় স্কুটার চালক ও যাত্রী আহত

চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কুমারডুগী মাজার গেট এলাকায় শুক্রবার (১১ মার্চ) রাত দেড়টায় থামানো ট্রাকের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়েছেন স্কুটার চালক ও যাত্রী।

দু’জনে আহত অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন।

আহতরা হলেন হাজীগঞ্জ উপজেলার মুকিমাবাদ সর্দার বাড়ির মৃত আবদুল জাব্বার মিয়ার ছেলে স্কুটার চালক লিটন (৩৫) ও যাত্রী দুলাল বেপারী (৫০)।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, কুমারডুগী মাজার গেটের সামনে মালবাহী চট্র মেট্রো- ট ১৪-৩২৭৯ নম্বরের একটি ডিস্ট্রিক ট্রাকের এক্সেল ভেঙ্গে যাওয়ায় সেটিকে ওইস্থানে পার্কিং করে রাখা হয়। ট্রাকটির পার্কিং লাইট জ্বালানো ছিলো না। সিএনজি স্কুটার চালক লিটন চাঁদপুর থেকে যাত্রী নিয়ে হাজীগঞ্জ যাওয়ার পথে বৃষ্টিতে পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে স্কুটারটি দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে ঢুকে পড়ে এবং চালক ও যাত্রী গুরুতর আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনার অনেকক্ষণ পর বৃষ্টি অবস্থায় তাদের সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চালকের অবস্থা আশংকাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ সময় ১২: ৪৫ এএম, ১২ মার্চ ২০১৭, রোববার
ডিএইচ

Leave a Reply